০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

যশোরে ঈদ আনন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৮ , আহত ৭৮

প্রতিনিধির নাম

বেপোরোয়া গতির মোটরসাইকেল  চালানো বন্ধ করা যায়নি কোনভাবেই।

রাস্তাঘাটে নিয়ন্ত্রণহীন চালাচলে যশোরে এবার ঈদের ছুটিতে ঘটে গেছে প্রায় অর্ধশত দুর্ঘটনা। এরমধ্যে ৮টি দুর্ঘটনায় প্রাণ নিভে গেছে ৮ জনের। শুধু যশোর জেনারেল হাসপাতালেই ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৭৮ জন। ফলে অনেক পরিবারের ঈদ আনন্দ মাটি হয়ে গেছে।

এদিকে অবৈধ মোটরসাইকেল আটকে সচেষ্ট ছিল পুলিশ। ট্রাফিক পুলিশ গত ৪ দিনে প্রায় দেড়শটি মোটরসাইকেল আটক করে ৯০টি মামলা করে। যা থেকে জরিমানা আদায় করা হয়েছে প্রায় ৪ লাখ টাকা।

পুলিশ ও হাসপাতাল সূত্র মতে, ঈদের দিন শনিবার যশোর-

ড়াইল মহাসড়কের চাড়াভিটা এলাকায় বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আল-আমিন হোসেন বাবু (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত একইদিন দুপুরে যশোর শহরের বকচর র‌্যাব অফিসের সামনে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঐশি আক্তার (১৯) নামে এক গৃহবধূ নিহত এবং তার স্বামী চালক ইসমাইল হোসেন (২২) ও শিশু দেবর তানজিম হোসেন (৫) আহত হয়।

এছাড়াও ওইদিন বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার বেনেয়ালী নামক স্থানে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইমরান হোসেন (১৬) নামে এক কলেজছাত্র রাস্তার ওপর পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

এদিকে ঈদের পরদিন রোববার বেলা সাড়ে ১২টার দিকে যশোরের শার্শার গোড়পাড়ায় মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ইকবাল হোসেন (৪২) নামে ঢাকার বেসরকারি প্রতিষ্ঠানের এক চাকরিজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ভাই মনিরুজ্জামান (৪৫)।একইদিন রাত ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন ফরেস্ট অফিসের সামনে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে হাইকোর্টের আইনজীবী মাহবুব হাসান (৫০) নিহত হন। ঈদের ছুটিতে তিনিও বাড়ি এসেছিলেন।

এছাড়াও ওইদিন রাত সাড়ে ১০টার দিকে যশোর-বেনাপোল রোডের ত্রিমোহনী পারহাউজ সংলগ্ন গাজী এন্টারপ্রাইজের সামনে রাস্তা পারাপারের সময় পথচারী এ্যাডঃ মাহবুব হাসান (৫৪) নামে একজনকে বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থালেই নিহত হন। এ ঘটনায় শার্শার কাজীরবেড় গ্রামের মোটরসাইকেল চালক বাদশা ফয়সাল (৩২) ও সাতক্ষীরা কলারোয়ার কাজীরহাট গ্রামের আরোহী সুমন হোসেন আহত হয়েছেন।

যশোরের ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, গত  কয়েদিনে আমরা মোটরসাইকেলের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে প্রায় দেড়শটি আটক করেছি। ৯০টি মামলা করে জরিমানা আদায় করা হয়েছে প্রায় ৪ লাখ টাকা।

ট্যাগস :
আপডেট : ০৬:৩২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
৯০ বার পড়া হয়েছে

যশোরে ঈদ আনন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৮ , আহত ৭৮

আপডেট : ০৬:৩২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

বেপোরোয়া গতির মোটরসাইকেল  চালানো বন্ধ করা যায়নি কোনভাবেই।

রাস্তাঘাটে নিয়ন্ত্রণহীন চালাচলে যশোরে এবার ঈদের ছুটিতে ঘটে গেছে প্রায় অর্ধশত দুর্ঘটনা। এরমধ্যে ৮টি দুর্ঘটনায় প্রাণ নিভে গেছে ৮ জনের। শুধু যশোর জেনারেল হাসপাতালেই ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৭৮ জন। ফলে অনেক পরিবারের ঈদ আনন্দ মাটি হয়ে গেছে।

এদিকে অবৈধ মোটরসাইকেল আটকে সচেষ্ট ছিল পুলিশ। ট্রাফিক পুলিশ গত ৪ দিনে প্রায় দেড়শটি মোটরসাইকেল আটক করে ৯০টি মামলা করে। যা থেকে জরিমানা আদায় করা হয়েছে প্রায় ৪ লাখ টাকা।

পুলিশ ও হাসপাতাল সূত্র মতে, ঈদের দিন শনিবার যশোর-

ড়াইল মহাসড়কের চাড়াভিটা এলাকায় বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আল-আমিন হোসেন বাবু (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত একইদিন দুপুরে যশোর শহরের বকচর র‌্যাব অফিসের সামনে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঐশি আক্তার (১৯) নামে এক গৃহবধূ নিহত এবং তার স্বামী চালক ইসমাইল হোসেন (২২) ও শিশু দেবর তানজিম হোসেন (৫) আহত হয়।

এছাড়াও ওইদিন বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার বেনেয়ালী নামক স্থানে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইমরান হোসেন (১৬) নামে এক কলেজছাত্র রাস্তার ওপর পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

এদিকে ঈদের পরদিন রোববার বেলা সাড়ে ১২টার দিকে যশোরের শার্শার গোড়পাড়ায় মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ইকবাল হোসেন (৪২) নামে ঢাকার বেসরকারি প্রতিষ্ঠানের এক চাকরিজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ভাই মনিরুজ্জামান (৪৫)।একইদিন রাত ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন ফরেস্ট অফিসের সামনে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে হাইকোর্টের আইনজীবী মাহবুব হাসান (৫০) নিহত হন। ঈদের ছুটিতে তিনিও বাড়ি এসেছিলেন।

এছাড়াও ওইদিন রাত সাড়ে ১০টার দিকে যশোর-বেনাপোল রোডের ত্রিমোহনী পারহাউজ সংলগ্ন গাজী এন্টারপ্রাইজের সামনে রাস্তা পারাপারের সময় পথচারী এ্যাডঃ মাহবুব হাসান (৫৪) নামে একজনকে বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থালেই নিহত হন। এ ঘটনায় শার্শার কাজীরবেড় গ্রামের মোটরসাইকেল চালক বাদশা ফয়সাল (৩২) ও সাতক্ষীরা কলারোয়ার কাজীরহাট গ্রামের আরোহী সুমন হোসেন আহত হয়েছেন।

যশোরের ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, গত  কয়েদিনে আমরা মোটরসাইকেলের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে প্রায় দেড়শটি আটক করেছি। ৯০টি মামলা করে জরিমানা আদায় করা হয়েছে প্রায় ৪ লাখ টাকা।