০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে আমের গুটি

প্রতিনিধির নাম
যশোরের বিভিন্ন উপজেলার গাছে গাছে  আসতে শুরু করেছে আমের মুকুল। আবহাওয়া অনুকুলে থাকলে চলতি বছরে আমের বাম্পার ফলনের আশা করছেন এ অঞ্চলের চাষিরা। যশোর সদরের হামিদপুর, শার্শা, বেনাপোল, ঝিকরগাছা, চৌগাছার আম গাছের সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে স্বর্নালী আমের মুকুল। বাতাসেও যেন মুকুলের মৌমৌ সুবাস বইছে। মুকুলের পরিমাণ কম হলেও ইতোমধ্যে আম চাষিরা পরিচর্যা শুরু করেছেন বাগান মালিকরা। আমের মুকুলে এখন মৌমাছির গুঞ্জন। মুকুলের মিষ্টি ঘ্রাণ যেন জাদুর মতো কাছে টানছে চাষিদের মন। প্রতিটি শাখা-প্রশাখায় চলছে ভ্রমরের সুর ব্যঞ্জনা।
এ যেন এক অপরূপ সৌন্দর্য প্রকাশ হচ্ছে।
কবির ভাষায় ‘মা তোর আমের বনে ঘ্রাণে পাগল করে’। যশোরে ঋতুরাজ বসন্তের আগমনের সাথে সাথে গাছে গাছে শোভা পাচ্ছে সোনালী রঙের আমের মুকুল।
যশোরের গ্রামে গ্রামে ঘুরে দেখা যায় বাড়ির আঙিনায়, পুকুরপাড়ে, বাগান সহ সকল আম গাছে মুকুলে মুকুলে ছেয়ে গেছে।  দেশি জাতসহ আম্রপালি, ফজলি, লতাই ,ন্যাংড়া,আমরুপালী সহ নানা জাতের আম গাছে এসেছে পর্যাপ্ত মুকুল। মুকুল আসলে অনেকেই গাছে স্প্রে করার জন্য ভ্রাম্যমাণ স্প্রয়ের অপেক্ষায় আছে ,কেউ কেউ নিজ উদ্যোগে স্প্রে করে থাকে।ঝুমঝুমপুরের বিভিন্ন নার্সারিতে কথা বললে তারা বলেন ,মুকুল আসার সাথে সাথে মুকুলে সকালে পানি স্প্রে করতে হয় ও হালকা কীটনাশক স্প্রে করা দরকার কুয়াশা বেশি হলে আমের মুকুল পুড়ে যায়।
 উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস বলেন, এখনও পুরোদমে গাছে মুকুল আসেনি। তবে কিছু কিছু গাছে এসেছে। এ সময় পরিচর্যার প্রয়োজন পড়ে।
ট্যাগস :
আপডেট : ১২:১৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
১১৪ বার পড়া হয়েছে

সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে আমের গুটি

আপডেট : ১২:১৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
যশোরের বিভিন্ন উপজেলার গাছে গাছে  আসতে শুরু করেছে আমের মুকুল। আবহাওয়া অনুকুলে থাকলে চলতি বছরে আমের বাম্পার ফলনের আশা করছেন এ অঞ্চলের চাষিরা। যশোর সদরের হামিদপুর, শার্শা, বেনাপোল, ঝিকরগাছা, চৌগাছার আম গাছের সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে স্বর্নালী আমের মুকুল। বাতাসেও যেন মুকুলের মৌমৌ সুবাস বইছে। মুকুলের পরিমাণ কম হলেও ইতোমধ্যে আম চাষিরা পরিচর্যা শুরু করেছেন বাগান মালিকরা। আমের মুকুলে এখন মৌমাছির গুঞ্জন। মুকুলের মিষ্টি ঘ্রাণ যেন জাদুর মতো কাছে টানছে চাষিদের মন। প্রতিটি শাখা-প্রশাখায় চলছে ভ্রমরের সুর ব্যঞ্জনা।
এ যেন এক অপরূপ সৌন্দর্য প্রকাশ হচ্ছে।
কবির ভাষায় ‘মা তোর আমের বনে ঘ্রাণে পাগল করে’। যশোরে ঋতুরাজ বসন্তের আগমনের সাথে সাথে গাছে গাছে শোভা পাচ্ছে সোনালী রঙের আমের মুকুল।
যশোরের গ্রামে গ্রামে ঘুরে দেখা যায় বাড়ির আঙিনায়, পুকুরপাড়ে, বাগান সহ সকল আম গাছে মুকুলে মুকুলে ছেয়ে গেছে।  দেশি জাতসহ আম্রপালি, ফজলি, লতাই ,ন্যাংড়া,আমরুপালী সহ নানা জাতের আম গাছে এসেছে পর্যাপ্ত মুকুল। মুকুল আসলে অনেকেই গাছে স্প্রে করার জন্য ভ্রাম্যমাণ স্প্রয়ের অপেক্ষায় আছে ,কেউ কেউ নিজ উদ্যোগে স্প্রে করে থাকে।ঝুমঝুমপুরের বিভিন্ন নার্সারিতে কথা বললে তারা বলেন ,মুকুল আসার সাথে সাথে মুকুলে সকালে পানি স্প্রে করতে হয় ও হালকা কীটনাশক স্প্রে করা দরকার কুয়াশা বেশি হলে আমের মুকুল পুড়ে যায়।
 উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস বলেন, এখনও পুরোদমে গাছে মুকুল আসেনি। তবে কিছু কিছু গাছে এসেছে। এ সময় পরিচর্যার প্রয়োজন পড়ে।