০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

সরাইলে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক ও আরোহী নিহত

প্রতিনিধির নাম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর-শহজাদাপুর আঞ্চলিক সড়কের যাদবপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইট বোঝাই মাহিন্দ্র ট্রাক্টর ও ব্যাটারি চালিত অটোরিক্সা সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার শাহবাজপুর থেকে ছেড়ে আসা ব্যাটারীচালিত অটোরিকশার সঙ্গে শাহবাজপুর-শহজাদাপুর আঞ্চলিক সড়কের যাদবপুর নামক স্থানে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক কিশোর আলামিন মারা যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় অপর কিশোর আপন চন্দ্র দাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন আলামিন শাহবাজপুর ইউনিয়নের লালমিয়া পাড়ার মিয়ার ছেলে আলমগীর ও একই ইউনিয়নের ধীতপুর গ্রামের ওমেলেশ চন্দ্র দাসের ছেলে আপন চন্দ্র দাস।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল গিলে মরদেহ দুটি উদ্ধার করে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,অটোরিকশা-ট্রাক্টর সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। ঘাতক ট্রাক্টরটি আটক করা গেলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপডেট : ০৬:৩৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
৬৮ বার পড়া হয়েছে

সরাইলে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক ও আরোহী নিহত

আপডেট : ০৬:৩৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর-শহজাদাপুর আঞ্চলিক সড়কের যাদবপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইট বোঝাই মাহিন্দ্র ট্রাক্টর ও ব্যাটারি চালিত অটোরিক্সা সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার শাহবাজপুর থেকে ছেড়ে আসা ব্যাটারীচালিত অটোরিকশার সঙ্গে শাহবাজপুর-শহজাদাপুর আঞ্চলিক সড়কের যাদবপুর নামক স্থানে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক কিশোর আলামিন মারা যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় অপর কিশোর আপন চন্দ্র দাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন আলামিন শাহবাজপুর ইউনিয়নের লালমিয়া পাড়ার মিয়ার ছেলে আলমগীর ও একই ইউনিয়নের ধীতপুর গ্রামের ওমেলেশ চন্দ্র দাসের ছেলে আপন চন্দ্র দাস।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল গিলে মরদেহ দুটি উদ্ধার করে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,অটোরিকশা-ট্রাক্টর সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। ঘাতক ট্রাক্টরটি আটক করা গেলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।