মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০২:০৬ অপরাহ্ন
মায়ানমার সীমান্তের অভ্যন্তরে মাসব্যাপী বিদ্রোহী গোষ্ঠি ও সরকারি সেনার সাথে তুমুল যুদ্ধ চলমান। সেই যুদ্ধের পাশাপাশি ওখানকার মাদক কারবারিদেরও মাদক পাচার থামছে না।চালিয়ে যাচ্ছে তাদের রমরমা মাদক ব্যবসা।
আসলে ওপারের সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এপারে ইয়াবাসহ বিভিন্ন মাদক আসছে অরক্ষিত চোরাই পথ দিয়ে যা দেশের মাদককারবারিদের মাধ্যমে বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে। তারই প্রক্ষিতে নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী অভিযানে মায়ানমারের ২৬ বোতল মদ ও একটি টমটমসহ ফের এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার(১৪সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার পুলিশ সুপার-এর সার্বিক দিকনির্দেশনায় ও নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি টান্টু সাহার তত্ত্বাবধানে এবং নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) সোহাগ রানার নেতৃত্বে একদল পুলিশ ঘুমধুম ইউনিয়নের উখিয়া টিভি টাওয়ার সংলগ্ন ৫নং ওয়ার্ডের ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখে তল্লাসী চালিয়ে ২৬টি বিদেশী মদের বোতল ও টমটমসহ নাছির উদ্দিন(২০) নামের এক যুবককে আটক করেছে তদন্ত কেন্দ্র পুলিশ।
আটককৃত ব্যক্তি হলেন কক্সবাজার জেলার মহেশখালী থানার বারঘর পাড়া এলাকার শফি আলমের পুত্র।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি টান্টু সাহা বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা রুজু করা হয়েছে। তিনি আরও বলেন মাদক, সন্ত্রাস ও অবৈধ পাচারকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।