মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৪:২৩ পূর্বাহ্ন
র্যাব-৭, এর সিনিয়র সহকারি পরিচালক মোঃ নুরুল আবছার জনান, কতিপয় মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাস যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহ এলাকায় একটি যাত্রীবাহী বাসকে তল্লাশী করে আসামী বাসু সূত্র ধর কে আটক করা হয়। পরে তার সাথে থাকা একটি কাধ ব্যাগ হতে ২৯,৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮৯ লক্ষ ৫০ হাজার টাকা।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার এর বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা ঢাকা, চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএস/কেসিবি/সিটিজি/৬ঃ৩০পিএম