মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০১:২৯ অপরাহ্ন
নোয়াখালী সোনাইমুড়ী উপজেলাধীন বিভিন্ন এলাকাতে ইভটিজিং, মাদক,অস্ত্র, নারী নির্যাতন, কিশোর গ্যাং প্রতিরোধকল্পে জনপ্রতিনিধি ও সুধীজনের করণীয় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, গত (১৩ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকাল ৫টা সোনাইমুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম,
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম, সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন ,সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ।কিশোর গ্যাং, মাদকদ্রব্য, ইভটিজিং, বাল্যবিবাহ বিরোধ কৌশল নিয়ে আলোচনা করেন সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ। তিনি আরো বলেন
বখাটে কিশোর গ্যাং কারা? কী তাদের পরিচয়? এদের কি মা-বাবা, ভাইবোন, সমাজ-সংসার নেই? তাহলে এদের জন্ম কোথায়? কারা তাদের মদদদাতা? এই প্রশ্নগুলোর উত্তর পেলেই এই হিংস্র কিশোর গ্যাং দমন সহজেই সম্ভব বলে মনে করি।সাধারণভাবে ‘ওরা পোলাপান’ বলে উড়িয়ে দেওয়া ঠিক হবে না। ইতিমধ্যে বড় বড় অঘটন বখাটে কিশোরেরা ঘটিয়ে ফেলেছে। আর ছোটভাবে দেখার সুযোগ নেই।তাই সহজ কৌশলে এখনই ব্যবস্থা না নিলে সমাজ অস্থির হয়ে উঠবে। এবিষয়ে তিনি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।