মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০১:৪৮ অপরাহ্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনও এক মাসেরও বেশি সময় বাকি। তবে এরই মধ্যে টিকিট নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে সমর্থকদের। ভারত-পাকিস্তান ম্যাচের পর এবার শেষ হয়ে গেছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট। আইসিসি জানিয়েছে, ৫ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে।
আইসিসির এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়, বর্তমান বরাদ্দ অনুসারে ২৭ অক্টোবর সিডনিতে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। বাড়তি টিকিট ছাড়ার আগ পর্যন্ত আগ্রহী দর্শকদের অপেক্ষা করতে বলা হচ্ছে।