বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:১২ পূর্বাহ্ন
চোখ তাঁর বাদামি রঙের তাই অন্য দশজন থেকে সহজেই আলাদা করা যায় তাঁকে। বলছি নিশাত সালওয়ার কথা। এবার ঢাকাই ছবিতে নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে তাঁর। আগামীকাল থেকে তাঁর নামের শুরুতে যুক্ত হচ্ছে ‘চিত্রনায়িকা’র তকমা। ‘বীরত্ব’ ছবির মাধ্যমে অভিষেক হচ্ছে এই তরুণ তুর্কির। সালওয়া বললেন, ‘আগামীকাল আমার অভিনীত বীরত্ব সিনেমা মুক্তি পাচ্ছে। একদিকে যেমন ভালো লাগছে, অন্যদিকে ভয়ও লাগছে। কারণ, প্রথমবার বড় পর্দায় দেখা যাবে আমাকে। তাই প্রত্যাশা অনেক বেশি- কেমন করলাম। সিনেমা মুক্তির পর বাকিটা বুঝতে পারব।’ সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন সালওয়া। নাম লেখান সিনেমায়।
এরই মধ্যে চারটি সিনেমায় কাজ করেছেন। ‘বীরত্ব’র আগে কাজ করেছেন ‘স্বপ্টেম্ন দেখা রাজকন্যা’, ‘এই তুমি সেই তুমি’ ও ‘বুবুজান’ সিনেমায়। ছবিগুলো এতদিন আলোর মুখ না দেখায় সালওয়ার মনে ধীরে ধীরে শোবিজে কাজের আগ্রহ কমে আসছিল। এখন ‘বীরত্ব’ মুক্তি পাওয়ায় নতুন করে ভাবছেন তিনি। ছবিটিতে তাঁর অভিনয় দর্শক গ্রহণ করলে ভাবনার পালে নতুন করে রং লাগবে।
তিনি বলেন, ‘আমাকে অনেকেই এখন কবরীর নায়িকা হিসেবে চেনেন। ছোট ক্যারিয়ারে এটা আমার সবচেয়ে বড় অর্জন। কারণ এই ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু। কবরী আপার সঙ্গে আমার প্রথম দেখা হয় এফডিসিতে ২০১৯ সালের ১৬ মার্চ। তারপর চুক্তিবদ্ধ হই ছবিতে। শুটিংও শুরু হয়। শুটিংয়ের আগে আমরা রিহার্সাল করি তাঁর বাসায়। তখনই বুঝতে পারি কবরী আপা কত বড় মনের মানুষ।
মন খারাপ হয় যখন ভাবি ম্যাডাম আর নেই। তাঁর শেষ নির্মাণ দেখে যেতে পারলেন না তিনি।’ সালওয়ার যখন নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে, তখন অনলাইন মাধ্যমে সুবাতাস বইছে। সিনেমার বাইরে এ মাধ্যমেও কাজের আগ্রহ দেখালেন তিনি।
বললেন, ‘আমাদের দেশে ওটিটিতে অনেক ভালো কাজ হচ্ছে। আমি এখানে কাজ করব, তবে শুরু থেকেই চাচ্ছিলাম বড় পর্দায় আগে আমার অভিষেক হোক।’ এখন চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে আগ্রহ বেশি সালওয়ার। সত্যি ঘটনা কিংবা উল্লেখযোগ্য কোনো চরিত্র, বিশেষ করে মহীয়সী নারীর চরিত্রে অভিনয় করার স্বপ্টম্ন তাঁর। তবে সব নির্ভর করছে সাইদুল ইসলাম রানার ‘বীরত্ব’ ছবির সাফল্যের ওপর। কতটা দর্শকমন জয় করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।