মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:০৫ অপরাহ্ন
দীর্ঘদিন জাতীয় দলে ব্রাত্য থাকার পর প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন দুই পেসার রুবেল হোসেন এবং শফিউল ইসলাম। আগামী ১০ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। তার আগেই এ দুই পেসার জাতীয় দলের নির্বাচকদের কাছে জানিয়েছেন, তারা প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন।
বিসিবি সূত্রে জানা গেছে, এ দুই ক্রিকেটার এখনো লিখিতভাবে অবসরের ব্যাপারে কিছু জানাননি। ৩৩ ছুঁই ছুঁই শফিউল সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৭ সালের ২০ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রুমে। বাকি দুই ফরম্যাটে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২০ সালে। একই বছর তিনি জাতীয় লিগে শেষবার খেলেছেন।
অন্যদিকে রুবেল হোসেন গত বছরের মার্চ-এপ্রিলের নিউজিল্যান্ড সফরে সর্বশেষ রঙিন পোশাকে খেলেছিলেন। আর সাদা পোশাকে সর্বশেষ খেলেছিলেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিণ্ডি টেস্টে। ৩২ বছর বয়সী পেসারকে এর পর থেকে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটেও দেখা যায়নি।