ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুরের সাফ বিজয়ী ফুটবল কন্যাদের পরিবারের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসন জানালেন ফুলেল শুভেচ্ছা, খাওয়ালেন মিষ্টি এবং দিলেন নগদ অর্থ সহায়তা। গত সোমবার নেপালের সাথে সাফ চ্যাম্পিয়ান হওয়ায় বাংলাদেশে বইছে আনন্দের জোয়ার। নারী ফুটবলারদের ৮ জনই ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের হওয়ায় সেখানেও বইছে আনন্দের জোয়ার। এই আনন্দকে ভাগাভাগি করে নিতে বুধবার বিকাল ৩ টায় কলসিন্দুর স্কুল এন্ড কলেজ মাঠে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানালেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক পুলককান্তি চক্রবর্তী। এ সময় সানজিদা, মারিয়া, শামসুন্নাহার জুনিয়র, শামসুন্নাহার সিনিয়র, তহুরা, শিউলী আজিম, মার্জিয়া ও মর্জিনাদের পরিবারকে ৫০ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, উপজেলা ভাইস চেয়ারম্যান আবূল ফজল, ওসি টিপু সুলতান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক হোসাইন উজ্জল, কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার তুষার, প্রমূখ।