কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের এইচএসসি ব্যাচ-২২ এর পরীক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে নবোদ্যম অসমাপ্ত -২২ ব্যাচের আয়োজনে শিক্ষা সমাপনী উপলক্ষে “Flashmob”।

গত ১৩ সেপ্টেম্বর বৈরি আবহাওয়ার কারণে কেক কেটে অনুষ্ঠানের উদ্ধোধন ঘোষণা করেন প্রধান অতিথি কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম স্যার, বিশেষ অতিথি বিশিষ্ট চিকিৎসক ডাঃ আমিনুল হক রতন স্যার এবং কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ওহিদুজ্জামান স্যার,উপাধ্যক্ষ জালাল উদ্দিন স্যার এবং অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায় স্যার।

এই উদ্ধোধনী পর্বতে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দিয়ে সকলকে উদ্ধুদ্ধ করেন অতিথিবৃন্দের পাশাপাশি শিক্ষকগণ।এসময় সকল শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেনো ফুলের মতো নরম মন এবং লোহার মতো কঠিন দৃঢ়তার সাহস নিয়ে চলতে পারে এই কামনা করা হয়।

২১ সেপ্টেম্বর কলেজ প্রাঙ্গনে দ্বিতীয় পর্বের আয়োজনে মোটু-পাতলুর সাথে খুনসুটিতে মেতে অসমাপ্ত কলেজ জীবনের মজা উপভোগ করে মনের কথা বান্ধবীর টি-শার্টে রঙিন কলমে লিখে তার সাথে ” Flashmob” এর মূল আকর্ষণ নাচের পাশাপাশি গান-আবৃত্তির মধ্য দিয়ে রঙ খেলে নতুন সময়কে রঙিন করার প্রত্যয়ে সকলে ভেসেছিলো পুরানো সেই দিনের কথায়। এই আকর্ষণীয় ব্যতিক্রমী শিক্ষা সমাপনীমূলক অনুষ্ঠানের আয়োজক ছিলো অত্র কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী -তাপ্তী,সিনথীয়া,জেমা,তাবিতা,মাহিন,মিথিলা,দিশা,জান্নাত,অথই,আনিকা,নিঝুম,তনিমা,রিশা,লাম,স্নেহা এবং অবন্তী।