সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩, ০২:৩৭ অপরাহ্ন
বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের জাতীয় লিগ খেলা নিশ্চিত। এবার চট্টগ্রামের হয়ে খেলবেন দেশসেরা এ ওপেনার। দলটির নেতৃত্বে আছেন ইরফান শুক্কুর।
তামিমের মতো জাতীয় লিগ খেলতে ভারত সফরে যাননি আরও দুই তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
রাজশাহীর স্কোয়াডে খেলার কথা মুশফিকের। তবে শুরুর দিকে তাকেও পাওয়া যাচ্ছে না। কারণ পায়ের ইনজুরিতে ভুগছেন এ উইকেটকিপার-ব্যাটার। কবে নাগাদ কোন রাউন্ডে খেলবেন এখনো নিশ্চিত করে জানা যায়নি।
জানা গেছে, প্রথমবারের মতো জাতীয় লিগে এবার মাঠে গড়াবে ডিউক বলের খেলা। অন্যান্য যারা নিশ্চিত তারা হলেন— ঢাকা বিভাগের অধিনায়ক তৈয়বুর রহমান, ঢাকা মেট্রোর নাঈম শেখ, খুলনার ইমরুল কায়েস, বরিশালের ফজলে রাব্বি মাহমুদ, রাজশাহীর ফরহাদ হোসেন, রংপুরের আকবর আলী ও সিলেটের অধিনায়ক মোহাম্মদ জাকির হাসান।
সোমবার থেকে মিরপুরসহ সারা দেশের চার ভেন্যুতে মাঠে গড়াতে যাচ্ছে ২৪তম জাতীয় ক্রিকেট লিগের। এদিন মিরপুর শেরেবাংলা গ্রাউন্ডে ঢাকা বিভাগ খেলবে রংপুর বিভাগের বিপক্ষে।
একই টায়ারের আরেক ম্যাচে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট বিভাগ খেলবে চট্টগ্রামের বিপক্ষে। টায়ার টুতে আবু নাসের স্টেডিয়ামে খুলনা লড়বে ঢাকা মেট্রোর সঙ্গে।
এদিকে রাজশাহী লড়বে বরিশালের বিপক্ষে। সব ম্যাচই মাঠে গড়াবে সকাল সাড়ে ৮টায়।
এবারের লিগে প্রথম স্তরের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য যথাক্রমে ৩০ ও ১৫ লাখ টাকা প্রাইজমানি ধরা হয়েছে। দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ৭ লাখ টাকা।