মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি
- মঙ্গলবার ১১ অক্টোবর, ২০২২ / ৮৯
সারা দেশের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা দিয়াকুলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে জমকালোভাবে উদযাপিত হল বৌদ্ধধর্মের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। গত ৯ অক্টোবর সন্ধ্যা থেকে ঢোল বাজনা বাজিয়ে বৌদ্ধ ধর্মের অন্যতম এ উৎসব পালিত হয়। শত শত নারী পুরুষ একত্রিত হয়ে সন্ধ্যায় শত শত ফানুস উত্তোলন করে তারা আনন্দ উপভোগ করে। চন্দনাইশ উপজেলার মধ্যে ৪৭ টি বৌদ্ধ মন্দিরে একই সাথে আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রবারণা পূর্নিমা পালন করে।
অনুষ্ঠানমালার মধ্যে সীবলী পূজা, অষ্ট উপকরণ দান, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, আকাশ বাতি (ফানুস) উত্তোলন। সন্ধ্যায় দিয়াকুল কেন্দ্রীয় নবরন্ত বিহার প্রাঙ্গনে প্রবারনা পূর্ণিমার শুভ উদ্বোধন উপলক্ষে শ্রীমৎ সুমনালংকার ভিক্ষুকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট মোঃ দেলোয়ার হোসেন, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রবিউল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চন্দনাইশ উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত দাশ ইমন, বিলুপ্ত দোহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোঃ নাজিম উদ্দীন, চন্দনাইশ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আজিমুশ শানুর হক দস্তগীর, সহ সাংগঠনিক সম্পাদক হাজী শহিদুল ইসলাম।
বিহার পরিচালনা পরিষদের সহ সভাপতি বন্ধন বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিহার পরিচালনা পরিষদের সভাপতি ডাঃ বাবুল বড়ুয়া, সাধারণ সম্পাদক শিক্ষক নয়ন বড়ুয়া, ব্যাংকার টিপলু বড়ুয়া, জাপান বড়ুয়া, রতন বড়ুয়া, শুভ বড়ুয়া, কাজল বড়ুয়া, চন্দন বড়ুয়া, রতন বড়ুয়া ২, শুভ বড়ুয়া, সুজন বড়ুয়া, নির্মল বড়ুয়া, প্রকাশ বড়ুয়া, অজিত বড়ুয়া প্রমূখ। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ফানুস উড়িয়ে শুভ উদ্বোধন করেন, ফানুসে ফানুসে ঢেকে গেছে চন্দনাইশের আকাশ। সুন্দর মনোরম এই দৃশ্য দেখতে উপজেলার প্রতিটি বৌদ্ধ বিহারে জড়ো হতে থাকে হাজার হাজার বিভিন্ন ধর্মের মানুষ।
মোঃ জাহাঙ্গীর আলম
বিশেষ প্রতিনিধি( চট্টগ্রাম)
Related