ইউ,এস,এইড,ইকোসিস্টেমস প্রতিবেশ অ্যাকটিভিট এর সহযোগিতায়,টাঙ্গুয়ার হাওর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের মাঝে আয়বর্ধমূলক উপকরণ বিতরণ কর্মসূচির উদ্ভোধন করা হয়।
আজ (১০অক্টোবর) সোমবার টাঙ্গুয়ার হাওর সংলগ্ন হাওর বিলাশ রিসোর্টে এসব আয়বর্ধমূলক উপকরণ বিতরণ কর্মসূচির উদ্ভোধন করে,সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ(সি,এন,আর,এস)।
এসময় উপস্থিত ছিলেন সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ(সি,এন,আর)প্রকল্প সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাত,শ্রীপুর উত্তর ইউনিয়নের ইউপি সদস্য সাজিনুর মিয়া,টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মনির মিয়া,সাধারণ সম্পাদক আহম্মদ কবির,সাবেক কোষাধ্যক্ষ খসরুল আলম,প্রকল্প ম্যানেজার মিজানুর রহমান,ফিল্ড ফ্যাসিলিটেটর, কোহেলিকা আরেং প্রমুখ।