মুসা ইবনে হোসাইন বিপ্লব, কক্সবাজার প্রতিনিধি
- রবিবার ১৬ অক্টোবর, ২০২২ / ১৩৭
কক্সবাজার জেলার লাইসেন্সধারী বৈধ সকল অস্ত্র চলাচল, বহন ও প্রদর্শন আগামী বৃহস্পতিবার ২০ অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। আগামী সোমবার ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেট ও কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ মামুনুর রশীদ গত ১২ অক্টোবর এ সংক্রান্ত গণ বিজ্ঞপ্তি জারী করেছেন।
গণ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অধিশাখা-৬ এর গত ১১ অক্টোবরের ৪৩৪ নম্বর পরিপত্র এবং ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৭(ক)(১) এ প্রদত্ত ক্ষমতাবলে জেলা ম্যাজিস্ট্রেট এ বিজ্ঞপ্তি জারী করেছেন। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Related