মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৪৮ পূর্বাহ্ন
উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ মোসলেউদ্দিন ( MD Moslauddin) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন
প্রধান অতিথি এবং উদ্ভোদক জনাব মোঃ সেলিম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, হাতিয়া, নোয়াখালী। ( Uno Hatiya)
বিশেষ অতিথি ঃ জনাব ডাঃ মোঃ নাজিম উদ্দিন টিএইচএ, হাতিয়া।
জনাব মোঃ কেফায়েত উল্যাহ, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, হাতিয়া। (Kefayet Ullah)
জনাব কে,এম ওবাদুল্যাহ বিপ্লব, মেয়র, হাতিয়া পৌরসভা। (K.M. Obaid Ullah Biplob)
জনাব মোঃ আমির হোসেন, অফিসার ইনচার্জ, হাতিয়া থানা। (Hatiya Thana)
জনাব ডাঃ খালেদ সাইফুল্লাহ এমওডিসি হাতিয়া।
জনাব কামরুল হাসান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, হাতিয়া, নোয়াখালী। (Kamrul Farhad)
জনাব জাফর ইকবাল, প্রাক্তন সভাপতি, এসএমসি। (Jafor Iqbal)
জনাব আবুল কাশেম নবীর, সভাপতি, এসএমসি। ( Abul Kashem Nobir)
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সঞ্চালনায় ছিলেন মোঃ মনিরুজ্জমান দুলাল, প্রধান শিক্ষক, গুল্যাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠান শেষে কর্মকর্তারা বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।