ঢাকার কেরানীগঞ্জে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেফতার করেছে র্যাব।গ্রেফতারকৃতরা হলেন, মোঃ বিপ্লব (২১) ও মোঃ শাওন (২২)। আজ বিকালে র্যাবের মিডিয়া সেলে থেকে বিষয়টি নিশ্চিত করেন। র্যাব-১০ জানান, রবিবার ভোর রাতে
দক্ষিন কেরানীগঞ্জ থানার আগানগর সাকিনস্থ আলম মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে।
এ সময় তাদের নিকট থেতে ছিনতাই কাজে ব্যবহৃত ০২টি সুইচ গিয়ার চাকু ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান ও লরীসহ বিভিন্ন পরিবহনের চালক ও হেলপারদের বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইলসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।