সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৪৩ পূর্বাহ্ন
রাজশাহীর দুর্গাপুরে শেখ রাসেল দিবস উপলক্ষে র্্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় উপজেলা পরিষদ চত্তরে র্্যালী ও হোল রুমে আলোচনা সভা পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আবুল কালাম আজাদ বাচ্চু, দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, আঃ মোতালেব মোল্লা, দুর্গাপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র একরামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা,জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা পাট বীজ কর্মকর্তা রুবেল হক। উপস্থিত ছিলেন, দুর্গাপুর পৌরসভার কাউন্সিলর জলিদা বেগম, ঝর্না খাতুন, দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আবুল খায়ের সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।