সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:০৫ পূর্বাহ্ন
আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে পালিত হলো নিরাপদ সড়ক দিবস-২২। এই উপলক্ষে একটি র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে র্্যালী ও হোল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, আঃ মোতালেব মোল্লা, দুর্গাপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র একরামুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, এছাড়াও দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্য এবং উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।