সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:১৬ পূর্বাহ্ন
পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদকবিরোধী অভিযানে চার হাজার পিস ইয়াবাসহ বালুখালীর আব্দুল নবী(৫০)কে আটক করেন পুলিশ।
রবিবার (২৩ অক্টোবর) দুপুর আনুমানিক সোয়া একটার দিকে বান্দরবান জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) সোহাগ রানার নেতৃত্বে। এসআই পাভেল মল্লিকের সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঘুমধুম ইউপির ৫নং ওয়ার্ডস্থ উখিয়া টিভি টাওয়ার সংলগ্ন ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখে। সন্দেহজনক আব্দুল নবী(৫০)কে তল্লাসী করলে অভিনব কায়দায় লোকায়িত অবস্থায় ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয় পুলিশ। আটককৃত ব্যক্তি হল উখিয়া উপজেলার পালংখালী ইউপির বালুখালী ০২নং ওয়ার্ডের মৃত আবু বক্করের ছেলে আব্দুল নবী(৫০)।
বিষয়টি নিশ্চিত করে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ(ইন্সপেক্টর) সোহাগ রানা এ প্রতিবেদককে বলেন,এক ব্যক্তিকে সন্দেহ হলে তল্লাসী করলে অভিনব কায়দায় লোকায়িত অবস্থায় ইয়াবাসহ আটক করতে সক্ষম হয় পুলিশ। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) টান্টুসাহা বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলার প্রক্রিয়াধীন।