সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩, ০২:২১ অপরাহ্ন
গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীতে অবস্থিত ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল পক্ষের সাথে টঙ্গী চেরাগআলী ফারিয়ার নেতৃত্বে ওষুধ কোম্পানির প্রতিনিধিগণের সাথে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। অদ্য (২৫ অক্টোবর) রোজ মঙ্গলবার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে উক্ত আলোচনা হয় । অত্র মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা ডাক্তার ভিজিট না করার
অভিযোগ তোলেন ওষুধ কোম্পানির প্রতিনিধিগণদের বিরুদ্ধে এবং ডাক্তার ভিসিটে বাধা প্রদান করেন। এমতাবস্থায় ওষুধ কোম্পানির প্রতিনিধিগণ ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন চেরাগ আলী ফারিয়ার নেতৃবৃন্দের দ্বারস্থ হলে ফারিয়া নেতৃত্ববৃন্দ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা বসার সিদ্ধান্ত গ্রহণ করেন। অদ্য মঙ্গলবার বেলা ১২:২৫ ঘটিকায় দিকে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসেন। আলোচনা সভায় এ সময় উপস্থিত ছিলেন ফার্মাসিউটিক্যালস রিপ্রেসেন্টেটিভ অ্যাসোসিয়েশন টঙ্গী চেরাগ আলী শাখার সাধারণ সম্পাদক বিজন প্রমানিক( ড্রাগ ইন্টারন্যাশনাল), সহ-সভাপতি মোহাম্মদ মাসুম( স্কয়ার ফার্মা), ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপ্লব (বেক্সিমকো ফার্মা) যুগ্ম সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ আহমেদ( বেক্সিমকো ফার্মা), প্রচার সম্পাদক নুর আলম (বিকন ফার্মা) প্রমূখ। উক্ত আলোচনায় ইন্টার্ণ ডক্টরদের দাবি ছিল “কোম্পানির প্রতিনিধিরা আমাদের নিয়মিত ভিজিট করে না।”
এই দাবির প্রেক্ষিতে ফারিয়া নেতৃবৃন্দ তিনটি বিষয় উপস্থাপন করেন
১. অনেক কোম্পানির ভিজিটিং মেটেরিয়াল কম থাকলে আমরা লিটারেচার/ পেন/ প্যাড দিয়েও ভিজিট করতে হবে
২. ওষুধ কোম্পানির প্রতিনিধিগণের ভিজিটের নির্ধারিত সময় কম হওয়ায় ভিজিট সময় বাড়াতে হবে।
৩. কোম্পানির প্রতিনিধিদের প্রেসক্রিপশন ডিসঅনার হচ্ছে এবং ফার্মেসীর ডিও বিল দেওয়া হচ্ছে না। এটাও যথাসময়ে পেমেন্ট করতে হবে।
উল্লিখিত দাবি সমূহ মেনে নিলেই ওষুধ কোম্পানির প্রতিনিধিগণ শিক্ষানবিশ ডাক্তারদের নিয়মিত ভিজিট করবেন বলে জানান। ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল কতৃপক্ষ উক্ত বিষয়াদ বিবেচনা সাপেক্ষে মেনে নেন এবং আগামী মঙ্গলবার হতে নিয়মিত ডাক্তার ভিসিটের অনুমতি প্রদানে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের আশ্বস্ত করেন।