আনোয়ারুল কবির মামুন গফরগাঁও, ময়মনসিংহ
- মঙ্গলবার ২৫ অক্টোবর, ২০২২ / ৬৬
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানাধীন এলাকায় সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকা বাইচ দেখতে গিয়ে নৌকা ডুবিতে চাচা-ভাতিজা নিখোঁজ। গত দুই দিনেও তাদের খোঁজে পায়নি স্বজনরা। নিখোঁজ চাচা ভাতিজার খোঁজে এলাকাবাসীসহ ডুবুরিদের ২ টি দল কাজ করছে। নিখোঁজ দুই জন হলেন- চর শাঁখচূড়া গ্রামের আঃ সামাদের ছেলে সিফাত (১৭) ও মনির হোসেনের ছেলে ইয়াছিন (৬)। গতকাল মঙ্গলবার সকাল থেকেই হোসেনপুর ও কিশোরগঞ্জের দমকল কর্মীদের দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত শেখ রাসেল নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গত সোমবার বিকেলে গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামের একদল শিশু-কিশোর একটি ডিঙি নৌকায় চড়ে স্থানীয় সাহেবের চরে নৌকা বাইচ দেখতে যায়। নৌকা বাইচে অংশ নেওয়া একটি নৌকার সাথে ধাক্কা লেগে তাদের ডিঙি নৌকাটি ডুবে যায়। ডিঙি নৌকায় থাকা সকলে সাঁতরে নদের পারে ওঠে আসতে পারলেও সিফাত ও তাঁর কুলে জড়িয়ে থাকা ভাতিজা ইয়াছিন নিখোঁজ হয়। এছাড়াও একই এলাকার সাহিদের ছেলে ফালান (১১), আশরাফুলের মেয়ে ইয়াসমিন (৯), রাহাতের ছেলে সিয়াম (১৯) গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়। তাদেরকে গফরগাঁও ও কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।
কিশোরগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দলের টিম লিডার আমিনুর রহমান বলেন, আমাদের ও হোসেনপুর দমকলকর্মীদের দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি।
Related