সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩, ০২:৪৭ অপরাহ্ন
সিডনির নিদর্শন অপেরা হাউজের সামনে দাঁড়িয়ে ‘ডে অফ!’ লিখে যে পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে করেছেন তাতে নিশ্চিত বোঝা যায়, বহু কাঙ্খিত ছুটি পেয়ে খুশি স্পিন অলরাউন্ডার।
হোবার্ট থেকে মঙ্গলবার সকালেই সিডনি পৌঁছেছে বাংলাদেশ দল। টানা অনুশীলন, ম্যাচ ও ভ্রমণক্লান্তি দূর করতে ক্রিকেটারদের আজ ছুটি দেয়া হয়েছে। যার যার মতো করে প্রত্যেকে ঘুরে বেড়িয়েছেন। মোসাদ্দেকের সঙ্গে অপেরা হাউজ দেখতে গিয়েছিলেন লিটন, শান্ত, ইয়াসির।
বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করা দক্ষিণ আফ্রিকা জিততে মুখিয়ে থাকবে বলার অপেক্ষা রাখে না। আর বাংলাদেশ ভালো শুরু করে যে আত্মবিশ্বাস পেয়েছে তা ধরে রাখতে মুখিয়ে।
তবে প্রোটিয়াদের বিপক্ষে টাইগারদের রেকর্ড একেবারেই বাজে। ৭ ম্যাচে ৭টিতেই বাংলাদেশ হেরেছে। বিশ্বমঞ্চে দুইবার মুখোমুখি হয়েছিল দুই দল। বাংলাদেশ দুইবারই হেরেছে বড় ব্যবধানে।
তবে বাংলাদেশকে আশা দেখাতে পারে চলতি বছরের মার্চের পারফরম্যান্স। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতে বাংলাদেশ। রঙিন পোশাকের দুর্দান্ত পারফরম্যান্সের সুখস্মৃতি নিশ্চিতভাবেই ভালো কিছু করার আশা দেখাবে। তবে মাঠের ২২ গজে ভালো করতে না পারলে ফল নিজেদের পক্ষে আনা যাবে না।
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশকে ভুগিয়েছে ব্যাটিং। স্কোরবোর্ডে মাত্র ১৪৪ রানের পুঁজি পায়। দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ বেশ শক্তিশালী। তাই ব্যাটসম্যানদের সিডনির বিরাট মাঠে কঠিন পরীক্ষা দিতে হবে।
১৭৪ বছরের পুরোনো স্টেডিয়ামে বাংলাদেশ প্রথমবার খেলতে নামছে। ম্যাচটা জয় দিয়ে রাঙাতে পারলে সেমিফাইনাল উঠার লড়াইয়ে ভালোভাবেই এগিয়ে যাবে সাকিবের দল।