সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩, ০৩:০৪ অপরাহ্ন
কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মারপিট সহ প্রচারণায় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। বুধবার খোকসা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টির বিষয় নিয়ে ভোটাররা ভোটকেন্দ্রে নিরাপদে ভোট প্রদান নিয়ে আশংকা প্রকাশ করেন।
ঘোড়া মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খোকন জানান, ২ নভেম্বর খোকসা উপজেলা পরিষদ উপনির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৮ অক্টোবর নির্বাচনী প্রচারণার শুরু থেকেই আওয়ামীলীগের প্রার্থী বাবুল আক্তারের লোকজন তার কর্মীদের মারপিট, পোষ্টার ছেঁড়া ও প্রচারণার মাইক ভাংচুর করছে। বিশেষ করে বেতবাড়িয়া ইউনিয়ন ও জয়ন্তীহাজরা ইউনিয়নে তার কর্মীদের ঢুকতে দেয়া হচ্ছেনা। এ বিষয়ে তিনি কুষ্টিয়া পুলিশ সুপার, খোকসা থানা এবং জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট অভিযোগ দিয়েছেন। তিনি বলেন প্রতিদিনই নির্বাচনী প্রচারণায় বাধার সম্মুখিন হচ্ছেন। নির্বাচনের দিন বেতবাড়িয়া ও জয়ন্তীহাজরা ইউনিয়নের ভোটকেন্দ্র গুলো থাকবে অরক্ষিত। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কুষ্টিয়া জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
অভিযোগের বিষয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বাবুল আক্তার বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন।
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করছে প্রতিপক্ষ।
খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, নির্বাচনী প্রচারণায় বিভিন্নভানে বাধা সৃষ্টি করা হচ্ছে এমন অভিযোগ মৌখিক ভাবে ঘোড়া মার্কা প্রতীকের মোতাহার হোসেন খোকন দিয়েছেন। তাকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রশিদুল আলম জানান, খোকসা উপজেলা পরিষদ উপনির্বাচনে নৌকা প্রতীকের বাবুল আক্তার, ঘোড়া প্রতীকের মোতাহার হোসেন খোকন ও আনারস প্রতীক নিয়ে শহিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। খোকসা উপজেলা পরিষদ উপনির্বাচনে এক লক্ষ নয় হাজার নয় শত সাতচল্লিশ ভোট ৫০ টি কেন্দ্রে ২৭৯ টি বুথের মাধ্যমে ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি নির্বাচনেই কিছু জটিলতা সৃষ্টি হয়। তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য কঠোর ভুমিকা গ্রহণ করা হবে।