এম এ সালাম মুর্শেদী, পঞ্চগড় প্রতিনিধি
- শনিবার ২৬ নভেম্বর, ২০২২ / ৭৭
পঞ্চগড় জেলা কিন্ডারগার্টেন সোসাইটি আয়োজনে ২০২২ শিক্ষাবর্ষের কেজি থেকে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ নভেম্বর) সকালে জেলা কিন্ডারগার্টেন সোসাইটির আওতায় একযোগে পুরো জেলায় ৪৯ টি স্কুলের অংশগ্রহণে ৭ টি কেন্দ্রে মোট ১৯৮৫ জন ছাত্র ছাত্রী ওই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
এর মধ্যে পঞ্চগড় সদরে চিনিকল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৮ টি স্কুলের ৫১৪ জন, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ১১ টি স্কুলের ৪৭৭ জন, বোদা সরকারি পাইলট মডেল স্কুল এ্যান্ড কলেজে ৭ টি স্কুলের ৩১৩ জন, তেতুলিয়া উপজেলার ৫ টি স্কুলের ১৫৪ জন বৃত্তি পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
সকাল ১০ টায় ইংরেজি বিষয়ে পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১২ টায় শেষ হয় এবং দুপুর ২ টায় বাংলা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে শেষ হয় সাড়ে ৪ টায়। আর গণিত বিষয়ে শনিবার ২৬ তারিখ সকালে একই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলা কিন্ডারগার্টেন সোসাইটির সভাপতি মোঃ সোয়েব আলী সবুজ জানান, প্রতি বছরের ন্যায় এবারও জেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনা মান যাচাইয়ের জন্য বছর শেষে তাদের বৃত্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা মূলক মনোভাব সৃষ্টি হচ্ছে। পরীক্ষাকে সামনে রেখে তাঁরা পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াচ্ছে। পরীক্ষা শেষে কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে সাধারণ গ্রেডে ও ট্যালেন্টফুল গ্রেডে বৃত্তি পরীক্ষার সনদ পত্র প্রদান করা হবে।
Related