রুহুল আমিন শাহিন, জেলা প্রতিনিধি বগুড়া
- শনিবার ২৬ নভেম্বর, ২০২২ / ৭৫
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ নভেম্বর) বেলা ১২টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
আগুনে হাসপাতালের পরিত্যক্ত হিসেবে রাখা বেড, চেয়ার ও টেবিলসহ আনুষঙ্গিক জিনিসপত্র পুড়ে গেছে। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ১০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন।
সিগারেটের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম।
প্রত্যক্ষদর্শী হাসপাতালের স্টাফ আব্দুল আলিম বলেন, দুপুর ১২টার দিকে হঠাৎ করে মেডিসিন বিভাগের সামনে রাখা পরিত্যক্ত জিনিসপত্রে দাউ দাউ করে আগুন লাগে। এতে হাসপাতালের রোগীরা আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে আসেন। পরে জরুরি সেবা ৯৯৯ কলের মাধ্যমে ফায়ার সার্ভিসকে জানানো হয়।
বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার-কে বলেন, সিগারেটের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন দশ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিক আমিন কাজল বলেন, মেডিসিন বিভাগের সামনে পরিত্যক্ত চেয়ার, টেবিল, বেড এবং আনুষঙ্গিক জিনিসপত্রে আগুন লাগার ঘটনা ঘটে। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
Related