মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:৩১ পূর্বাহ্ন
অনেক বেশি প্রত্যাশা নিয়ে কাতারে এসেছিল আর্জেন্টিনা দল। কিন্তু প্রথম ম্যাচেই তুলনামূলক দুর্বল দল সৌদি আরবের সঙ্গে হেরে ব্যাকফুটে মেসিরা। এর মধ্যেই মেসির অসুস্থতা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। সংবাদ সম্মেলনে এসব বিষয়ে প্রশ্নের জবাব দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। খবর টিওয়াইসি স্পোর্টসের।
স্কালোনি বলেন, সৌদি আরবের সঙ্গে হারের বিষয়টি অবশ্যই বড় ধাক্কা। তবে সেটা শুধু সেই সময়ের জন্যই। খেলোয়াড়রা ধাক্কা সামলে উঠেছেন, তারা এখন শারীরিক-মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। আমাদের সব মনোযোগ এবং পরিকল্পনা এখন মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচ ঘিরে।
সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা দলের মূল অস্ত্র মেসির চোট নিয়ে স্কালোনি বলেন, ‘এলএমটেন সামান্য ব্যথা পেয়েছেন, সেটা ঠিক হয়ে গেছে। সে শারীরিক দিক থেকে ভালো আছে, মানসিক দিক থেকেও। মেসির কোনো সমস্যা নেই।’
আলবিসেলেস্তে সমর্থকদের আশ্বস্ত করে স্কালোনি বলেন, দলকে সমর্থন দিন, পাশে থাকুন। আর্জেন্টিনা দল তাদের কর্তব্য সম্পর্কে ওয়াকিবহাল।