মোস্তাফিজার রহমান দিনাজপুর প্রতিনিধি
- সোমবার ২৮ নভেম্বর, ২০২২ / ৯৫
দিনাজপুর বালুয়া ডাঙ্গা ইসলামী ব্যাংক লিমিটেড এর ছিনতাই হওয়া ৯ লক্ষ ৯০ হাজার টাকা মধ্যে ৭ লক্ষ ২ হাজার টাকা সহ ৮ ছিনতাইকারীকে গ্রেপ্তারে সক্ষম হয়েছে পুলিশ। উল্লেখ্য গত ২৪ শে নভেম্বর দিনাজপুর পৌর এলাকার ১০ নং ওয়ার্ডের বালুয়া ডাঙ্গা অন্ধ হাফেজের মোড় হতে ইসলামী ব্যাংক লিমিটেড থেকে টাকা উঠায় ব্যাংকের এজেন্ট মোঃ সাইদুর রহমান তার নিকট থেকে ৯ লক্ষ ৯০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা পরবর্তীতে পুলিশ বিষয়টি নিশ্চিত হয়ে তিন দিনের মধ্যে শহরের বিভিন্ন এলাকায় থেকে অভিযান চালিয়ে ৮ ছিনতাইকারী সহ তাদের ব্যবহৃত মোটরসাইকেল ছিনতাইয়ের সরঞ্জাম ৭লক্ষ ২ হাজার টাকা তাদের কাছ থেকে জব্দ করেছে দিনাজপুর কোতয়ালী থানা এবং ডিবি পুলিশ।
রবিবার (২৭ নভেম্বর-২০২২) দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্র্যাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন দাবাতুল ইসলাম উজ্জ্বল (৩৭) ও মাইদুল ইসলাম মিঠুন (৩০) সজীব আলী বাবু (২৭), সাখাওয়াত সরকার অণর্ব (৩০), নাদিম মাহমুদ রাজ (২৪), ফজলে রাব্বি (২৫), রবিউল ইসলাম সুমন (৩২) ও তরিকুল ইসলাম কনক (৩০)। অন্য দুইজন পলাতক রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানা যায় ।
ছিনতাইকারী দলের নেতা মাইদুল ইসলাম (মিঠুন) এর বিরুদ্ধে ছিনতাই,মাদক, মারামরিসহ ১১টি মামলা রয়েছে। দাবাতুল ইমলাম উজ্জ্বল’র বিরুদ্ধে মাদক, ছিনতাই মারামারিসহ ৫টি মামলা রয়েছে বলে জানান। এবং বৃক্ষ আদালতের মাধ্যমে তাদের দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হবে।
Related