মোঃ বাবর হোসেন,রূপসা প্রতিনিধি
- সোমবার ২৮ নভেম্বর, ২০২২ / ৪৮
রূপসা প্রতিনিধিঃ সম্পত্তির লোভে প্রথম স্ত্রীর সন্তানের কথা গোপন রেখে নুরনাহার (৩৮) নামে এক মহিলাকে দ্বিতীয় বিবাহ করেছেন রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের সিংহের চর(দক্ষিণ নন্দনপুর) এলাকার মফিজ হাওলাদার এর ছেলে রুবেল হাওলাদার(৩৩)।
ভুক্তভোগী নুরনাহার জানান,বিয়ের কিছুদিন পর জানতে পারি রুবেল এর স্ত্রী সন্তান রয়েছে। এই বিষয়টি নিয়ে তার সাথে কথা কাটাকাটি শুরু হলে রুবেল নুর নাহারকে শারিরিক নির্যাতন করে এবং মেরে ফেলার হুমকি দেয়। অভিযোগকারীর নুর নাহার নৈহাটি নিবাসী এবং প্রতারক রুবেলের দ্বিতীয় স্ত্রী।
নুরনাহার আরো বলেন, তার প্রথম ঘরে ১২ বছর বয়সের একটা কন্যা সন্তান ও স্ত্রী রয়েছে।রুবেল তাকে কখনো বলেনি যে বিবাহিত এবং তার স্ত্রী সন্তান আছে। রুবেল সব কিছু গোপন করে কাবিন নামায়ও তিনি অবিবাহিত লিখেছেন।
থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, বিয়ের কিছুদিন পর রুবেল নুর নাহারের সম্পত্তি থেকে ২ কাঁঠা জমি তার নামে লিখে দিতে বলে।কিন্তু স্ত্রী নাহার জমি লিখে না দেওয়ায় শুরু হয় তার উপর অত্যাচার।
রুবেল হাওলাদার এবং সৌরভ নামের তার এক সহযোগী মিলে নুর নাহার ও তার মেয়েকে হত্যার হুমকি দিচ্ছে।
এঘটনায় বৃহস্পতিবার ২৪ নভেম্বর নূর নাহার রূপসা থানায় তার স্বামী রুবেল হাওলাদার ও সৌরভ এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।
Related