মোঃ ওয়াজেদ আলী, রাজবাড়ী প্রতিনিধি
- সোমবার ২৮ নভেম্বর, ২০২২ / ৮৭
জমি নিয়ে বিরোধের জেরে রাজবাড়ী জেলার সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের আহলাদীপুর গোয়ালন্দ মোড় এলাকায় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শাহিন খানের নেতৃত্বে প্রতিপক্ষের বসতবাড়ী-দোকানে হামলা, ভাংচুর ও মা-সন্তানসহ ৪ জনকে মারপিটের ঘটনা ঘটেছে ভুক্তভোগী আলমগীর সেখ দুটি সন্তান নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের গৃহবধূ আহলাদীপুর গোয়ালন্দ মোড় এলাকার আলমগীর খাঁর স্ত্রী সাবিনা বেগম (৩৫) বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-২০, তারিখ-১৮/১১/২০২২ ইং, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩৫৪/৪২৭/৫০৬/১১৪/৩৪ দঃ বিঃ। মামলায় শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান (৪৫), তার ২ ভাই সাঈদ খান (৫০) ও সাম খান (৫৫), শাহিন খানের স্ত্রী লিপি বেগম (৩৫) ও বোন রিনা বেগম (৪০) এবং একই এলাকার রতন দাস ওরফে রতন মেম্বার (৬৫) ও রাজন (২৮)সহ অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামী করা হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে প্রকাশ, বাদীর পরিবারের সাথে আসামীদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে গত ১৭ই নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে আসামীরা বাঁশের লাঠি, কাঠের বাটাম, লোহার রড, হাসুয়া, ছ্যান, রামদাসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দলবদ্ধভাবে সাবিনা বেগমের বসতবাড়ীতে হামলা করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সাবিনা বেগম তাদেরকে নিষেধ করা মাত্রই তারা সাবিনা বেগমকে এলোপাতাড়িভাবে মারপিট করতে থাকে। সাবিনা বেগমের চিৎকারে তার ছেলে আশিক খান (১৮), মেয়ে আঁখি আক্তার (১৫) ও প্রতিবেশী আমেনা বেগম (৩৮) এগিয়ে এলে তাদেরকেও বেধড়ক মারপিট করা হয়। এরপর তারা সাবিনা বেগমের বসতবাড়ীর রান্নাঘর ও নির্মাণাধীন ঘরের ওয়ালসহ বাড়ী সংলগ্ন দোকান ভাংচুর করে আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে চলে যায়।এ ব্যাপারে শাহিন খানের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যাইনি। ভুক্তভোগী সাবিনা বেগম প্রশাসনের নিকট এই ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের দাবী জানান।
Related