সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:৩৬ পূর্বাহ্ন
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক কৃষক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ২৯নভেম্বর মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের উপর চাক পাড়ার বৌদ্ধ বিহারের পাশে ধান ক্ষেতে ঘটে। আহত ব্যক্তি হলেন বাইশারী ইউপির ৯ওয়ার্ডের মৃত মো.নাজেরের পুত্র ওবাইদুর রহমান (৪০)।
স্থানীয় ইউপি সদস্য আবু তাহের জানান,প্রতিদিনের ন্যায় কৃষক ওবাইদুর রহমান সন্ধ্যার দিকে ধান খেত পাহারা দিতে যায়। ঐসময় হঠাৎ বন্য হাতির পাল এসে তার উপর আক্রমণ চালায় এবং শোড় দিয়ে আচাড় মেরে হাত ও পা ভেংগে ফেলে।
প্রত্যক্ষদর্শী কৃষক মংউ চাক জানান,হঠাৎ বন্য হাতির দল এসে ধান খেত পাহারারত অবস্থায় আক্রমণ চালায়। ঐসময় তিনি পালিয়ে রক্ষা পেলেও ওবায়দুর রহমানকে বন্য হাতির দল ধরে শৌড় দিয়ে আচাড় দিলে সে গুরুতর আহত হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল ভর্তি করে। আহত কৃষকের অবস্থা অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তার ছোট ভাই হাফেজ আবদুর রহিম এই প্রতিবেদক-জানান। আরও জানান,তার ভাইয়ের অবস্থা সংকটাপন্ন। তাই,সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আলম কোম্পানি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মাকে অবহিত করেছেন।