ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের মোঃ মাসুম বিল্লাহ এর মেয়ে ১০ম শ্রেনীর শিক্ষার্থী, ইসরাত জাহান জোহা (১৬) ২৯ নভেম্বর মঙ্গলবার সকাল আনুমানিক ১১ ঘটিকায় ( উপজেলার বাঘড়ি হাট সংলগ্ন বারেক সিকদারের ভাড়াটিয়া ) ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়ঁনা বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে। এ ব্যাপারে রাজাপুর থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। লাশের পরিবারের কোন আপত্তি না থাকায় অভিভাবকদের নিকটে মরাদেহ হস্তান্তর করা হয়েছে। রাজাপুর সরকারি স্কুলের প্রধান শিক্ষিকা তাসলিমা জানান- ইসরাত জাহান জোহা খুবই মেধাবী। সে এ বছর ১০ শ্রেনীতে কোচিং করতেছে, ২০২৩ সালে এসএসসি পরীক্ষার্থী।
ঐ এলাকার স্থানীয় ইউপি সদস্য মোঃ আমিনুল ইসলাম জানান- জোহার বাবা ব্যবসা করতো, মাতা ইসরাত জাহান বাঘড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।তারা রাজাপুর শহরে বাঘড়ি হাট সংলগ্ন ভাড়াটিয়া বাসায় বসবাস করত। আজ সকালে বাসায় ফ্যানের সাথে ঝুলতে দেখে তাকে রাজাপুর স্বাস্হ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
জানা গেছে, নিহত ইসরাত জাহান জোহা কে উপজেলার সরোয়ারের পুত্র সোহাগের সাথে এ বছর ইনগেজমেন্ট হয়েছিল।মৃত্যুর কারন রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। মেয়েটির মৃত্যুতে পিতা-মাতা খুবই শোকাহত।