সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:৪১ পূর্বাহ্ন
নকল, ভেজাল,আন রেজিষ্ট্রার্ড ও সরকারী ঔষধ ক্রয় বিক্রয় প্রতিরোধে বিসিডিএস কাশিমপুর থানা উপশাখার উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। রোজ মঙ্গলবার ( ২৯ নভেম্বর ) গাজীপুর মহানগরের কাশিমপুর হাতিমারা কলেজ সংলগ্ন ডাঃ রানা বাগানবাড়ি প্রাঙ্গণে সকাল ১০ঘটিকায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর গাজীপুর ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সফিকুল ইসলাম।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক আহসান হাবিব। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন গাজীপুর জেলা বিসিডিএস আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এম এ লতিফ,বিসিডিএস সদস্য মোঃ নাসির উদ্দিন। সভায় বক্তারা নকল ভেজাল , আনরেজিস্টার্ড ও সরকারি ঔষধ ক্রয় বিক্রয় প্রতিরোধে কেমিস্ট এবং ঔষধ ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধির গুরুত্বারোপ করেন। কাশিমপুর থানা বিসিডিএস উপশাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম রানার সভাপতিত্বে এবং সহ সভাপতি একেএম মোস্তফা কামালের উপস্থাপনায় উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিসিডিএস কাশিমপুর থানা উপশাখার সিনিয়র সহ-সভাপতি কিশোর কুমার দে, সহ-সভাপতি মোঃ ফয়েজ আহমেদ, মোঃ নাজমুল হোসেন প্রমুখ ।