সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:১২ পূর্বাহ্ন
চট্টগ্রাম দক্ষিণ জেলা বাঁশখালী উপজেলা স্থ বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে বিগত ৩০/১১/২০২২ বুধবার রাতে চট্টগ্রাম জেলা দক্ষিণাঞ্চল সহ আন্তঃনগর ডাকাত, ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামী কুখ্যাত সন্ত্রাসী মো. জাহাঙ্গীর(৩৬)কে বাঁশখালী থানার পুলিশের সহযোগিতা গ্রেপ্তার করা হয়।
“কুখ্যাত” ডাকাত সরল ইউনিয়নের পাইরাং গ্রামের জালিয়াঘাটা এলাকার মৃত ফজলুল কাদের’র পুত্র।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন, পুলিশ পরিদর্শক(তদন্ত) সুমন চন্দ্র বণিক সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বুধবার রাত ১০টার দিকে সরলের পাইরাং নামক নিজ গ্রামে পলাতক আসামি দীর্ঘদিন পর বাড়িতে অবস্থান করলে পুলিশ ফোর্স বিশেষ সূত্রে জানতে পেরে আনুমানিক রাত ১১.৩০ মিনিটের সময় অভিযান চালিয়ে কুখ্যাত আসামি ডাকাত মো. জাহাঙ্গীরকে বাঁশখালী থানার পুলিশ গ্রেফতার করেন।
কুখ্যাত আসামীকে তার অপরাধের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তার কুখ্যাত আসামির দেখানো ও শনাক্ত মতে ২টি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজ, ২টি কিরিচ উদ্ধার করা হয়।
বাঁশখালী থানার পুলিশ সূত্রে আরো জানায় যায় “কুখ্যাত ডাকাত জাহাঙ্গীরের বিরুদ্ধে বাঁশখালী থানা, সিলেট জেলার গোলাপগঞ্জ থানা সহ বিভিন্ন মামলা চলমান আছে বলে জানা গেছে।
এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিনকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর দীর্ঘদিন পলাতক ছিলো বিশেষ সূত্রে বাড়িতে আসার খবর পেলে বাঁশখালী থানার পুলিশ ফোর্সের একান্ত সহযোগিতায অভিযান চালিয়ে ডাকাত জাহাঙ্গীরকে অস্ত্র উদ্ধার সহ গ্রেপ্তার করা হয়।