সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩, ০১:৫৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ’র আঞ্চলিক উদ্যানতত্ত¡ গবেষণা কেন্দ্রে গত শনিবার(০৩ ডিসেম্বর ২০২২ খ্রি.) দুপুর ২টায় ”নিরাপদ আম উৎপাদনের আধুনিক কলাকৌশল” শীর্ষক প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি) অনুষ্ঠিত হয়েছে।
আঞ্চলিক উদ্যানতত্ত¡ গবেষণা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মহাঃ বশিরুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. শামছুল ওয়াদুদ। উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোশাররফ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক উদ্যানতত্ত¡ গবেষণা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. কামরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরেজমিন গবেষণা বিভাগ অঞ্চল-১, রাজশাহীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সাইয়েদুর রহমান, আঞ্চলিক ধান গবেষণা কেন্দ্র, রাজশাহীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ফজলুল ইসলাম, ফল গবেষণা কেন্দ্র, রাজশাহীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম, সরেজমিন গবেষণা বিভাগ বরেন্দ্র কেন্দ্র, রাজশাহীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জগদীশ চন্দ্র বর্মন, আঞ্চলিক উদ্যানতত্ত¡ গবেষণা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব আবু সালেহ মো. ইউসুফ আলী। অনুষ্ঠানে ৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা ও বৈজ্ঞানিক সহকারী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মহাঃ বশিরুল আলম বলেন, নতুন প্রযুক্তি কৃষকদের দোর গোড়ায় পৌঁছাতে হবে। টপ ওয়ার্কিং এর মাধ্যমে অনুন্নত জাতকে উন্নত জাতে রূপান্তর এবং উত্তম কৃষি চর্চার মাধ্যমে মান সম্পন্ন ও রপ্তানিযোগ্য আমের উৎপাদন বাড়াতে হবে। আর কৃষি বিভাগের পরামর্শ ব্যাতীত ও নির্ধারিত মাত্রার অধিক পরিমাণে বালাইনাশক যাতে কৃষকরা ব্যবহার না করে সে ব্যাপারে তাদের সচেতন করতে হবে। প্রশিক্ষণ শেষে তিনি কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন এবং চারা রোপন করেন।