আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের বেলকুচির রাজনীতির মাঠ মিছিল মিটিং ও মোটরসাইকেল শোডাউন দিয়ে দখলে রাখছে আওয়ামীলীগ।
বিএনপি জামায়াত যেন রাজনীতির মাঠে নামতে না পারে এজন্য সতর্কাবস্থানে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন।
শুক্রবার দুপুরে ২রা ডিসেম্বর ইসমাইলের নেতৃত্বে ২৫০ টি মোটরসাইকেল বহর নিয়ে উপজেলার রাজপথে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে জানান দেয় আওয়ামীলীগ মাঠে আছে আগামীতেও থাকবে।
এতে উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের সাবেক জিএস, বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম সরকার, ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি, পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদ,জেলা সেচ্ছাসেবক লীগের সহসভাপতি শাহাদৎ হোসেন মুন্না, পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম মন্ডল সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।