সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৫৮ পূর্বাহ্ন
‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমূখী পদক্ষেপঃ প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা’ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে ৩১ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গত রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। প্রধান অতিথি বলেন, ‘প্রতিবন্ধীরা আমাদের ভাই, আমাদের বোন আমাদেরই আপনজন। তারা এই সমাজেরই অংশ। অনুকম্পা নয একটু সহযোগিতার মাধ্যমে তাদের অংশগ্রহণ নিশ্চিত করে আসুন আমরা সমাজটাকে গড়ে তুলি। বিশ্বের বুকে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করি।’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহসীন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা জিনিয়া। সভা সঞ্চালনা করেন জেলা সমাজ সেবা অফিসার (রেজি.) মো. ফিরোজ কবির। প্রতিবন্ধীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তাদের ভাতা ৫ হাজার টাকা করার জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করলে জেলা প্রশাসক বলেন- সচিব মহোদয়ের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব।
পরে শিশুসহ ৭জন শারীরিক প্রতিবন্ধী নারী ও পুরুষের মাঝে হুইল চেয়ারগুলো বিতরণ করেন জেলা প্রশাসক।
চাঁপাইনবাবগঞ্জ জেলায় সবমিলিয়ে প্রতিবন্ধীর সংখ্যা ৪২ হাজার ৪০১জন। এর মধ্যে ভাতার আওতায় এসেছেন ২৮ হাজার ৮৫৫জন। এছাড়া ৩৮৭জন পাচ্ছেন শিক্ষা উপবৃত্তি।
এই তথ্য তুলে ধরে জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো. ফিরোজ কবির জানান, জেলা অটিজম প্রতিবন্ধী রয়েছেন ৭১৩ জন, শারীরিক ২১ হাজার ৫১০ জন, দীর্ঘস্থায়ী মানসিক অসুস্থতাজনিত ১ হাজার ৮১ জন, দৃষ্টি প্রতিবন্ধী ৬ হাজার ৫৩০জন, বাক ২ হাজার ৪৯১জন, বুদ্ধি প্রতিবন্ধী ৩ হাজার ৮২৩জন, শ্রবণ প্রতিবন্ধী ১ হাজার ৭৮১ জন, শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী ৯৯ জন, অন্যান্য ২৭৮ জন, সেরিব্রালপালসি প্রতিবন্ধী ২ হাজার ৯৮ জন, বহুমাতৃক প্রতিবন্ধী ১ হাজার ৯৩৯ জন, ডাউন সিনড্রোম প্রতিবন্ধী ৬২ জন।