গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার উত্তর দারিয়াপুর এলাকায় অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। ০৭ ডিসেম্বর বুদবার ২০২২ ইং তারিখে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে অভিযান চালনো হয়। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ নয়ন মিয়া, সহকারী পরিচালক জনাব মোঃ মইনুল হক, পরিদর্শক, জনাব সঞ্জিত বিশ্বাস। উচ্ছেদ অভিযানে গাজীপুর জেলা পুলিশের সহায়তায় ০৫ টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় এবং ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন ২০১৯) এর বিভিন্ন ধারা ভঙ্গ করায় সর্বমোট ২৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
ইটভাটাগুলোর মধ্যে লতিফপুর এলাকার
মেসার্স কুমিৎপুর ব্রিকস manufacture (কেবিএম), সত্ত্বাধিকারী, পারভেজ আহমেদ, উত্তর দারিয়াপুর, কে ০৫ লক্ষ টাকা, মেসার্স খাজা মঈনউদ্দিন ব্রিকস (kmb), সত্ত্বাধিকারী, মোহাম্মদ সিরাজ উদ্দীন-কে ১ লক্ষ টাকা, মেসার্স আর আর ব্রিকস, মোহাম্মদ জাহাঙ্গীর আলম-কে ৬ লক্ষ টাকা, মেসার্স স্টার ব্রিকস, সত্বাধিকারী, আব্দুল কাদির-কে ৬ লক্ষ টাকা, মেসার্স কিরণ ব্রিকস, সত্বাধিকারী জুলহাস খান- কে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং এস্কেভেটর মেশিন দিয়ে কিলন (ভাট্টি) আংশিক ভেঙ্গে ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও মেসার্স sun bricks বর্তমানে বন্ধ রয়েছে।
পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ নয়ন মিয়া বলেন,অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।