সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:০৫ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ’র সদর উপজেলার রানিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন কর্মী সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে কৃষ্ণ গোবিন্দপুর ডিগ্রী কলেজ মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
রানিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. আব্দুল ওদুদ।
রানিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব-উল-ইসলাম শামীমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, জেলা আ.লীগের উপ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য কামাল হোসেন প্রমূখ।
প্রধান অতিথি আব্দুল ওদুদ বলেন, দেশে অপরাজনীতি বন্ধ করতে হলে অপরাজনীতির ধারক বাহক যারা বিএনপি-জামায়াত জঙ্গিগোষ্ঠী; তারা যদি রাজনীতিতে দাপিয়ে বেড়ায় তাহলে এ অপরাজনীতি বন্ধ হবে না। যারা এগুলোকে লালন পালন করে পৃষ্ঠপোষকতা দেয়, তাদের রাজনীতি বন্ধ হওয়া দরকার। বিএনপি-জামায়াতের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
কর্মীদের উদ্দেশ্যে বলেন, সকল নেতাকর্মীদের সব কিছু ভুলে যেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আগামী জাতীয় সংসদে নির্বাচনে কাজ করতে হবে। সকলের মনে রাখতে হবে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা।
পরে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উন্নয়ন কর্মকাÐের তথ্য তুলে ধরে লিফলেট বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ।