মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৩৮ পূর্বাহ্ন
“সুবর্ণ স্মৃতির মধুর আনন্দে, এসো মিলি মোরা সৃজনী ছন্দে” এই ¯স্লোগানেে বর্ণাঢ্য আযোজনে কুষ্টিয়ার দৌলতপুরের বড় গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ৯১ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় বড় গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্তর থেকে পুনর্মিলন উদযাপন কমিটির আহবায়ক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে একটি বণার্ঢ্য র্যালী বের করা হয়। বাদ্যযন্ত্রের তালে তালে র্যালীটি বড় গাংদিয়া বাজারসহ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার বিদ্যালয় চত্তরে এসে শেষ হয়। আগামীকাল বিজয় দিবস উপলক্ষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে মধ্যে দিয়ে শেষ হবে এই পুনর্মিলনী অনুষ্ঠান। দুইদিনব্যপী উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে বড় গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ৯১ ব্যাচের প্রায় দুইশ প্রাক্তন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। দীর্ঘ প্রায় ৩২বছর পর স্কুল জীবনের বন্ধুদের এমন মিলন মেলায় অংশ নিতে পেরে দারুন খুশি তারা।