রনজিত কুমার পাল (বাবু), ধামরাই (ঢাকা) প্রতিনিধি
- শনিবার ১৭ ডিসেম্বর, ২০২২ / ৫০
ঢাকার ধামরাইয়ে কালামপুর – সাটুরিয়া সড়কের খাগুরতা বাসস্ট্যান্ডের পাশে প্রতিক সিরামিক কারখানার শ্রমিকবাহী বাস উল্টে খাদে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই মারা যান ২ জন। ধামরাই – সাটুরিয়া আঞ্চলিক সড়ক সানোড়া ইউনিয়নের খাগুরতা এলাকায় প্রতিক সিরামিকের শ্রমিক বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩০ জন আহত হয়েছেন,নিহত ২ জন।
নিহতরা হলেন- ধামরাইয়ের মধুডাঙ্গা এলাকার মোঃ বাছের মোল্লার মেয়ে আকলিমা আক্তার (৩৫), অপরজন একই এলাকার আমির মোল্লার মেয়ে সুরিয়া আক্তার (৩০)।
শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের খাগুরতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে, এলাকাবাসী জানায় ঘন কোয়াশায় কারণে এ’দুর্ঘটনা ঘটে বলে ধারনা করা হয়। ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকায় প্রতিক সিরামিকসের শ্রমিকবাহী বাস ভোরে শ্রমিক নিয়ে মানিকগঞ্জের সাটুরিয়া এলাকা থেকে কারখানায় আসার পথে কাওয়ালীপাড়া- কালামপুর সড়ক হয়ে কারখানায় আসার সময় সানোড়া ইউনিয়নের খাগুরতা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে বাস উল্টিয়ে যায় এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।পরে খবর পেয়ে স্হানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহত শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।এ’দুর্ঘটনায় ৩০ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শ্রী নির্মল কুমার দাস বলেন – সকালে কালামপুর প্রতিক সিরামিক কারখানার শ্রমিক কারখানায় যাওয়ার পথে ধামরাই -সাটুরিয়া আঞ্চলিক সড়ক খাগুরতা এলাকায় প্রতিক সিরামিক কর্মী বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩০ জন আহত হয়েছেন,এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান।
শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়
এতে করে ওই বাসের নারীসহ কমপক্ষে ৩০ কর্মী আহত হন, নিহত ২ জন, আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
Related