সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩, ০২:৪০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ বিচার বিভাগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
গতকাল শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে জেলা জজ আদালত ভবনের প্রধান ফটকে জাতীয় পতাকা উত্তোলন করেন মাননীয় জেলা ও দায়রা জজ মোহাঃ আদীব আলি এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের প্রধান ফটকে জাতীয় পতাকা উত্তোলন করেন মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক।
এরপর মাননীয় জেলা ও দায়রা জজের নেতৃত্বে সকল বিচারক, কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে র্যালির মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের সামনে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। তারপর আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সম্মানিত বিচারকগণ।
এরপর সকাল ৯টায় আদালতের সভাকক্ষে মাননীয় জেলা ও দায়রা জজ মোহাঃ আদীব আলি -এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক। এসময় সকল পর্যায়ের বিজ্ঞ বিচারকবৃন্দ, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও আদালতের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।