সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৪০ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে পৃথক পৃথকভাবে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, মিলাদ ও বিশেষ দোয়া, কেক কাটা, প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ও রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
৫৩ বিজিবির কল্যাণপুুরে অবস্থিত সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, ৫৯ বিজিবির সদর দপ্তর গোবরাতলায় অতিথিদের স্বাগত জানান ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শাহরিয়ার আলম। অনুষ্ঠানে চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ীসহ আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। পরে প্রীতিভোজের আয়োজন করা হয়।
দুটি অনুষ্ঠানেই বিজিবি সদস্য ও তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন। কেক কাটার পূর্বে বিজিবির গৌরবময় ইতিহাস তুলে ধরা হয়।