আতিকুর রহমান রিপোর্টার গাজীপুর:
- বৃহস্পতিবার ২২ ডিসেম্বর, ২০২২ / ১০৪
গাজীপুরের শ্রীপুর উপজেলায় গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা বিএনপি (নতুন) বাজার সংলগ্ন প্রায় ২ কোটি টাকা মূল্যের সরকারের এক নং খতিয়ানভুক্ত খাস জমি উদ্ধার করা হয়েছে। ২২ শে ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে মাওনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল ওয়াহাব এর নেতৃত্বে অভিযান চালিয়ে ওই জমি উদ্ধার ও সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়।
মাওনা ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা আব্দুল ওয়াহাব জানান, শ্রীপুর উপজেলার ৩নং গাজীপুর মৌজার নিজ মাওনা বিএনপির বাজার সংলগ্ন এলাকায় এস এ দাগ ৮১৫ আর এস ৮৫৬৮,০.২৩০০ শতাংশ জমি এস এ দাগ ৮১৫ ,আর এস দাগ ৮৫৬৯ দাগের ৫.০৯০০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিল মঞ্জুর রহমানের নামে এক ব্যক্তি। অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ওই জমি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। জমির আর এস খতিয়ান নম্বর- ১, দাগ-এস এ ৮১৫ আর এস ৮৫৬৮,৮৫৬৯ এসময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মঞ্জুর রহমানের ম্যানেজার হুমায়ুন কবির তিনি বলেন আমরা যখন শুনেছি তখন আমার স্যার মঞ্জুর রহমান কে জানাই স্যার বলে তুমি নিজে থেকে কাঁটাতার এবং পিলার সরিয়ে দাও এ সময় আরো উপস্থিত ছিলেন , ভূমি সহকারী কর্মকর্তা তাজ উদ্দিন প্রমুখ
Related