আহম্মদ কবির,তাহিরপুর, সুনামগঞ্জ প্রতিনিধি
- সোমবার ২৬ ডিসেম্বর, ২০২২ / ২৬
সুনামগঞ্জ তাহিরপুর সীমান্তে অবৈধভাবে আসা,ভারতীয় কয়লা আটক করে,সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮বিজিবি।
বিজিবি তথ্যসুত্রে জানাযায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি অধীনস্থ লাউরগড় বিওপির টহলদল (২৫,ডিসেম্বর)ভোররাতে সীমান্ত পিলার ১২০৩/৩-এস এর নিকট হতে আনুমানিক ১০০গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ২,হাজার কেজি ভারতীয় কয়লা আটক করে। এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি অধিনায়ক মাহবুবুর রহমান জানান আটককৃত কয়লা শুল্ক কার্যালয় সুনামগঞ্জ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Related