সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:২৩ পূর্বাহ্ন
জেলা পুলিশে কর্মরত এবং অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সংবর্ধনা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে তাদেরকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব -এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) আতোয়ার রহমান।
বীর মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার হেমায়েত আলী, ও অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আব্দুল হাকিম। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধে তাদের বীরত্ব গাঁথা স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) আতোয়ার রহমান। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বাবুল উদ্দিন সরদার, ডিআইও-১ এসএম জাকারিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর বীরত্ব তুলে ধরে পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বলেন, মহান মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ রচনা করেছিল পুলিশ বাহিনী। বিজয়ের মাসে আপনাদের সম্মান জানাতে পেরে গর্ব অনুভব করছি। অনুষ্ঠানে শুরুতে ৬৬ জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ করা হয় এবং শেষে উপহার সামগ্রী দেয়া হয়। এছাড়া, দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য।