গতকাল মঙ্গবার গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন তুরাগ নদীর তীরবর্তী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, মেধা পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, মেধা পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আজমত উল্লা খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের সদস্য মোঃ অসমান আলী, গাজীপুর সিটি কর্পোরেশন ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন সরকার, গাজীপুর জাজ কোর্টের স্পেশাল পিপি এডভোকেট মোঃ শাহাজাহান, ভাওয়াল বদরের আলোম সরকারি কলেজের অধ্যক্ষ এবং বাসন থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বারী, টঙ্গী পৌরসভার সাবেক কমিশনার মোঃ নজরুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ সেলিম, আরও উপস্থিত ছিলেন টঙ্গী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন, ৫৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আব্দুল বাসেত খান, সদস্য সচিব মোঃ আজাহারুল ইসলাম ব্যাপারী, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক সদস্য মোঃ আমান উদ্দিন সরকার, ৫৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ মুকুল সরকার প্রমুখ।
সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের প্রাভাতী শাখার সহঃ প্রদান শিক্ষক মো আব্বাস আলী ও দিবা শাখার সহঃ প্রদান শিক্ষক মোঃ মিজানুর রহমানের যৌথ পরিচালনায় বার্ষিক পরিক্ষার ফল প্রকাশ মেধা পুরস্কার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আজমত উল্লা খান বলেন শিক্ষার্থীরা পরিক্ষায় অকৃতকার্য বা খারাব ফলাফল করলে অবিভাবকরা তাদের রাগ শারিরীক প্রহার না করে উৎসাহ প্রদানের আহবান করেছেন তিনি আরও বলেন ১লা জানুয়ারি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিশেষ উপহার প্রায় ৩৪ কোটি বই বিতরণ যা এই সরকারের আগে কোন সরকার দেয় নাই নিতি শিক্ষার্থীদের মেধা বিকাশে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনের ভূষি প্রশংসা করেন।