মোঃমহিউদ্দিন(চট্টগ্রাম)সীতাকুণ্ড প্রতিনিধি
- শনিবার ৩১ ডিসেম্বর, ২০২২ / ১৬
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুমিরা পিএইচপি গেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা মাস্টার পাড়া এলাকার মৃত জেবল হোসেনের পুত্র সাইন বিন আরিফ (২৩) ও একই ইউনিয়নের বড় কুমিরা ঘাটঘর এলাকার লেদো কোম্পানির বাড়ির নুর আলমের পুত্র মোহাম্মদ ইমন (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে তাদের বন্ধুর বোনের বিয়েতে যাচ্ছিল।খুবই দ্রুতগতীতে চালানো মোটরসাইকেল ছোট কুমিরা থেকে বড় কুমিরা বাজারে যাচ্ছিলেন। এমন সময় কুমিরা পিএইচপি গেট অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই বন্ধু মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি টিম আহতাবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে হাসপাতালে ভর্তি করা হলেও রাত ১টার দিকে তিনিও মারা যান।
Related