ফরিদপুরের মধুখালীতে স্ত্রীর পরকীয়ার জের ধরে বিষপানে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে মধুখালী পৌরসভা ৯ নং ওয়ার্ড গোপালপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার গোপালপুর এলাকার বাসিন্দা, আকবর শেখ এর প্রথম পুত্র, হান্নান শেখ (৪০) এর দ্বিতীয় স্ত্রীর সুফিয়া বেগম পরকীয়ার প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। এ কারনে হান্নান শেখ গত ২২ ডিসেম্বর রাত আনুমানিক ১১ ঘটিকায় তার দুই বছরের শিশু সন্তান আয়ান শেখকে কে বিষ পান করিয়ে, নিজেও বিশ পান করে। গুরুতর অসুস্থ অবস্থায় প্রতিবেশিরা তাদের দু’জনকে উদ্ধার করে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ার কারণে তাদেরকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে আরো উন্নত চিকিৎসার জন্য (২৬ ডিসেম্বর) সোমবার তাদেরকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথে শিশু আয়ান শেখের মৃত্যু হয়। ২৭ ডিসেম্বর মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় হান্নান শেখ মৃত্যুবরণ করে। এ ঘটনায় পরিবারে চলছে শোকের মাতয়ারা। এই ঘটনায় মধুখালী থানায় পৃথক দুটি অপমৃত্য মামলা হয়েছে।