সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৫৪ পূর্বাহ্ন
গতকাল রোজ সোমবার ময়মনসিংহ বিভাগে পরিবেশ অধিদপ্তর কর্তৃক শব্দদুষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প” এর আওতায় পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ এর উদ্যোগে জেলা প্রশাসন, ময়মনসিংহ এর ব্যবস্থাপনায় ইকিউএমএস -ক্যাপস এর সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ মোস্তাফিজার রহমান এবং সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) জনাব দিলরুবা আহমেদ। জনাকীর্ণ এ সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ছাত্র, শিক্ষক, জনপ্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ। সভায় শব্দদূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতামত ব্যক্ত করা হয়।